মাত্র ১৪২ রান সম্বল ছিল। ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভার পর্যন্ত খেলা টেনে নিয়ে যায় পঞ্জাব কিংস। তবুও শেষ রক্ষা হল না। ৫ বল বাকি থাকতে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিল গুজরাত টাইটান্স।
এখনও শিখর ধাওয়ানের চোট সারেনি। তাঁর পরিবর্তে পঞ্জাবকে এদিন নেতৃত্ব দেন স্যাম কারেন। প্রথম ৫ ওভারে ৫০ রান তোলে পঞ্জাব। কিন্তু গুজরাতের স্পিন আক্রমণে বেসামাল হয়ে যায় পঞ্জাবের ব্যাটিং। ৩৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন গুজরাতের স্পিনার সাই কিশোর। ২ উইকেট নুর আহমেদের। এক উইকেট নেন রশিদ খান। ১৪২ রানে শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস।
রান তাড়া করতে নেমে ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে গুজরাত টাইটান্স। ওপেন করতে নেম ৩৫ রান করেন শুভমান গিল। ৩১ রান করেন সাই সুদর্শন। ৪ রানে ফেরেন ডেভিড মিলার। ১৩ রানে ফেরেন ওমরজাই। কিন্তু রাহুল টেওটিয়ার ১৮ বলে ৩৬ রানের ইনিংসে ম্যাচ সহজ হয়ে যায়। টিমকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।