ঘরের মাঠে মুম্বইকে ২০ রানে পরাজিত করেছে চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার চারটি বলে ২০ রান করেছেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাহির এহেন কৌশলগত দক্ষতার জন্য ম্যাচের পরেই তাঁর ভূয়সী প্রশংসা করলেন হার্দিক পান্ডিয়া।
হার্দিক জানিয়েছেন, পাথিরানা দুই উইকেট নেওয়া পর্যন্ত মুম্বই বেশ ভালই এগোচ্ছিল। কিন্তু চেন্নাই সুপার কিংসের পরিকল্পনা খুব স্পষ্ট ছিল। আর সঙ্গে ছিল মহেন্দ্র সিং ধোনির কৌশল। মাত্র চার বলেই জয় পরাজয়েই পার্থক্য তৈরি করেছেন ধোনি। চেন্নাইয়ের স্ট্যাম্পের পিছনের এই মানুষটাই গোটা ম্যাচ বদলে দিয়েছেন।
আরও পড়ুন - 'নার্ভাস ছিলাম', মুম্বইয়ের ৪ উইকেট নেওয়ার পর কেন বললেন পাথিরানা