IPL এ ফের পুরনো দলে ফিরলেন হার্দিক পান্ডিয়া। চলতি মরশুমে মুম্বইয়ের হয়ে খেলতে নামছেন তিনি। যদিও বিগত দুই মরশুমে গুজরাতের হয়েই খেলেছিলেন। ম্যানেজমেন্ট মনে করছে গত বারের থেকে যথেষ্ট ভালো পারফর্ম করবে মুম্বই।
রোহিতের ব্যর্থতা
গত আইপিএল-এ চূড়ান্ত ব্যর্থ হয় মুম্বই ইন্ডিয়ান্স। তারপরেই রোহিত শর্মার বিরুদ্ধে আঙুল উঠতে শুরু করে। ম্যানেজমেন্টের একাংশ রোহিতের বদল চেয়েছিল। সেইমতো ফের হার্দিককে ফিরিয়ে আনা হয়েছে মুম্বইয়ে। ক্রিকেট বিশেষজ্ঞদের মত, এবার চেনা ছন্দে ফিরতে পারে মুম্বই ইন্ডিয়ানস।
IPL এর নিলামে ১৫ কোটি টাকা দিয়ে হার্দিককে কেনে মুম্বই। পরিবর্তে ক্যামেরন গ্রিনকে ছেড়ে দেয় তারা। হার্দিককে কিনে ফের তাঁর উপরই অধিনায়কের দায়িত্ব দেয় ম্যানেজমেন্ট। এখন দেখার হার্দিকের নেতৃত্বে মুম্বই পুরনো অবস্থায় ফিরতে পারে কিনা।