বিশ্বকাপের আগে BCCI-এর শাস্তির মুখে ঈশান কিষাণ। দিল্লি বনাম মুম্বই ম্যাচ চলাকালীন আইপিএলের আচরণবিধি ভঙ্গে অভিযুক্ত হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষাণ।
শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচটা ১০ রানে হেরে যায় মুম্বই। রেফারির রিপোর্ট অনুযায়ী, এই ম্যাচে ঈশানকে বোর্ডের আইনের ২.২ নম্বর ধারা ভঙ্গে অভিযুক্ত করা হয়েছে। ঈশানও অভিযোগ মেনে দোষ স্বীকার করেছেন। আর তাঁকে শাস্তি স্বরূপ ম্যাচ ফিয়ের ১০ শতাংশ জরিমানা করেছে বোর্ড।
আরও পড়ুন - মাত্র ৮ রান করেই, কোহলিকে টপকে গেলেন রোহিত! দিল্লির বিরুদ্ধে নয়া রেকর্ড হিটম্যানের
কেন এই শাস্তি?
BCCI-এর ক্রিকেট আইনে বলা হয়েছে, ক্রিকেটার উইকেটে লাথি বা অন্য কোনওভাবে কোনও আঘাত কিংবা ক্রিকেটের সরঞ্জাম নষ্ট, মাঠের জিনিস নষ্ট বা ম্যাচের সময় নষ্ট করলে তাঁকে শাস্তি দেওয়া উচিত। যদিও ঠিক কী করেছেন ঈশান শাস্তি পেয়েছেন তা জানায়নি বিসিসিআই।