আইপিএল জ্বরে কাঁপছে গোটা দেশ । তবে, কলকাতায় উত্তেজনা একটু বেশিই । তৃতীয়বার ট্রফি জয়ের লক্ষ্যে হায়দরাবাদের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামছে কেকেআর । আইপিএল-ও ২০১৪ -র পর থেকে, ভাল খেলেও জয় অধরাই থেকে গিয়েছে নাইটদের । কম সমালোচনার মুখেও পড়তে হয়নি । আজ সেই সমালোচনা, কটাক্ষের জবাব দেওয়ার দিন । চিপকে আজ হলুদ নয়, বেগুনি রং ছড়িয়ে যাক, চাইছেন নাইট ভক্তরা । উত্তেজনায় ফুটছে কলকাতাবাসী । এবার আইপিএল ফাইনালের রেশ গুগলেও । অরেঞ্জ-পার্পেলে সাজল গুগল ডুডল ।
বিশেষ দিন উপলক্ষে হামেশাই বিভিন্ন রকমের ডুডল প্রকাশ করে গুগল । ক্রিকেট দুনিয়াতেও আজ বিশেষ দিন । আইপিএল ফাইনাল উপলক্ষে রঙিন ডুডল প্রকাশ করেছে গুগল । যেখানে দেখা গেল, কেকেআরের সোনালি-বেগুনি এবং হায়দরাবাদের লাল-কমলা রঙের ছোঁয়া । রয়েছে ব্যাট-বল আর উইকেটের ছবি । উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় নতুনভাবে আত্মপ্রকাশ করেছে গুগলের ডুডল । এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি ডুডল তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে ।
চিপকে রবিবার ফাইনালে ফেভারিট কিন্তু কলকাতা নাইট রাইডার্স। ফাইনালের আগে দুবার মুখোমুখি হয় দুই টিম। মরশুমের শুরুতে ইডেনে সানরাইজার্সের ২০৪ রান তাড়া করে জয়ী হয় কলকাতা। পয়েন্ট টেবিলে প্রথম দুই টিম হিসেবে শেষ করে কলকাতা ও সানরাইজার্স। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হন তাঁরা। ৮ উইকেটে হায়দরাবাদকে হারায় কেকেআর। এবার চিপকে ফাইনাল ব্যাটল।