হেক্সার লক্ষ্যে আইপিএল খেলছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সোমবার ঘরের মাঠ চিপকে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে CSK। আর এ দিনেই নয়া রেকর্ড গড়লেন এই ম্যাচের নায়ক রবীন্দ্র জাদেজা।
কী রেকর্ড গড়েছেন জাদেজা?
কলকাতার বিরুদ্ধে চিপকে নিজের আইপিএল কেরিয়ারের ১০০ তম ক্যাচ নিলেন রবীন্দ্র জাদেজা। আইপিএলের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি। এর আগে এই রেকর্ড গড়েছেন বিরাট কোহলি, সুরেশ রায়না, কায়রন পোলার্ড। ১০০ তম ক্যাচের পর এই তালিকার চতুর্থ নম্বরে নাম জুড়েছে জাদেজার।
আরও পড়ুন - চেন্নাইয়ের বিরুদ্ধে হারের কারণ কী ? ম্যাচ শেষের পর কেকেআর অধিনায়ক যা জানালেন...
সোমবার চিপকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের বল খেলতে গিয়ে ক্যাচ আউট হন কলকাতার অধিনায়ক শ্রেয়শ আইয়ার। ওই ক্যাচটি নিয়েই এই রেকর্ড গড়েন জাদেজা।