বৃহস্পতিবার চলতি আইপিএলের ৫৭ তম ম্যাচ জিতে নয়া রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। কে এল রাহুলের লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে ১০ উইকেটে জয়লাভ করেছে প্যাট কামিন্সের দল। আর এই ম্যাচেই তাঁরা গড়েছেন এক নয়া ইতিহাস।
চলতি আইপিএলে এক হাজারটিরও বেশি ছক্কা মারা হয়ে গিয়েছে। যা আইপিএলের ইতিহাসে প্রথম। আর এই আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়ে নজির গড়েছেন হায়দরাবাদের অভিষেক শর্মা। বৃহস্পতিবারের ম্যাচে মোট ৬টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
আরও পড়ুন - শনিবার KKR-এর বিরুদ্ধে ম্যাচ, কিন্তু তার আগেই প্লে অফে ওঠার স্বপ্ন ভাঙল হার্দিকদের
গোটা মরশুমের ১২টি ম্যাচে এখনও পর্যন্ত ৩৫টি ছয় মেরে তালিকা শীর্ষে রয়েছেন হায়দরাবাদের তরুণ ওপেনার অভিষেক শর্মা। ৩২টি ছক্কা মেরে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কেকেআরের ওপেনার সুনীল নারিন। ৩১ টি ছয় মেরে তৃতীয় হিসেবে নাম রয়েছে সানরাইজার্স হায়দরাবাদেরই দুই ক্রিকেটার ট্রাভিস হেড এবং হেনরি ক্লাসেনের।