চলতি আইপিএল-এখনও পর্যন্ত অপরাজিত ব্যাটার মহেন্দ্র সিং ধোনি । লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও শেষ দিকে ব্যাটিং ঝড় তুলেছেন মাহি । শুক্রবার ওই ইনিংসেই নতুন রেকর্ডও গড়েছেন তিনি । আইপিএল কেরিয়ারে উইকেট-রক্ষক হিসেবে নতুন মাইলফলক ছুঁয়েছেন ধোনি ।
আইপিএলে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন ধোনি। প্রথম উইকেট-রক্ষক হিসেবে এই রেকর্ড সিএসকে-এর প্রাক্তন অধিনায়কের । মহেন্দ্র সিং ধোনি ২৫৭টি ম্যাচে ৫১৬৯ রান সংগ্রহ করেছেন । এখনও পর্যন্ত সার্বিকভাবে মোট ৭ জন ক্রিকেটার আইপিএলে ৫০০০ রানের মাইলস্টোন টপকে গিয়েছেন । তবে, ধোনি ছাড়া আর কোনও উইকেটকিপার এই রেকর্ড ছুঁতে পারেননি ।
আইপিএল-এর ইতিহাসে সবথেকে বেশি রান করেছেন বিরাট কোহলি । ২৪৪ ম্যাচে ৭৬২৪ রান । দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নার । সংগ্রহ করেছেন যথাক্রমে ৬৭৬৯ ও ৬৫৬৩ রান । সেই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন ধোনি । তবে, উইকেটকিপার হিসেবে প্রথম তিনি ।