চলতি আইপিএলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার ঘরের মাঠে দিল্লির মুখোমুখি তৃতীয় ম্যাচ খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে দুপুর ৩টে ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ।
এই ম্যাচের আগে মুম্বই রয়েছে আইপিএল টেবিলের একেবারে শেষে অর্থাৎ ১০ নম্বরে। আর প্রতিপক্ষ দিল্লি রয়েছে ৯ নম্বরে। এর মধ্যেই দলে যোগ দিয়েছেন মুম্বইয়ের তারকা ব্যাটার সূর্য কুমার যাদব। ফলে মুম্বইয়ের শক্তি কিছুটা বেড়েছে বলেই মনে করছেন ক্রিকেট প্রেমীরা।
আরও পড়ুন - ফুরফুরে মেজাজে বিরাট কোহলি, গাইলেন গান, জড়িয়ে ধরলেন আবেশ খানকে
অন্যদিকে, দলের ব্যাটিং বোলিং ফিল্ডিং সব নিয়েই চিন্তিত দিল্লি। দলকে নতুন উদ্যমে মাঠে নামাতে দিল্লিকে নিয়ে বাড়তি অনুশীলন করাচ্ছেন দলের হেডস্যার রিকি পন্টিং। ফলে এই ম্যাচে দুই দলই নিজেদের ছাপ ফেলতে মরিয়া।