রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অপ্রত্যাশিত ভাবে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাটলারের ব্যাটেই জয় এসেছে রাজস্থানের ঝুলিতে। ম্যাচ শেষে সেই বাটলারকেই কাছে ডেকে প্রশংসায় ভরিয়ে দিলেন নাইট কর্ণধার শাহরুখ খান। যে ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কলকাতা রাজস্থানের ম্যাচের শেষে ইডেনের মাঠে নেমে আসেন বলিউডের বাদশা। কলকাতার প্লেয়ারদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। কিন্তু এখানেই শেষ নয়। নিজের দলের প্লেয়ারদের পাশাপাশি রাজস্থানের নায়ক ব্যাটার জোস বাটলারের সঙ্গেও সাক্ষাৎ করেন কিং। তাঁর দুরন্ত পার্ফরম্যান্সের জন্য বাটলারকে জড়িয়ে ধরে পিঠও চাপড়ে দেন কিং খান।
আরও পড়ুন - ম্যাচ হারার পরেও প্রতিপক্ষের প্রসংশায় পঞ্চমুখ রিঙ্কু, কী বললেন ?