বছর দেড়েক আগের ঘটনা। ভারতীয় দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার খবরে শিউরে উঠেছিল গোটা দেশ। বাদ যাননি বলিউড বাদশা শাহরুখ খানও। সোমবার কলকাতা বনাম দিল্লি ম্যাচের পর সেই অভিজ্ঞতার কথাই জানালেন কিং খান। সোমবার ক্রিকেটের নন্দন কাননে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। ম্যাচ চলাকালীনই একটি ভিডিয়ো প্রকাশ করে টিম কলকাতা। সেখানেই পন্থের দুর্ঘটনার কথা শোনা গেল শাহরুখের মুখে।
শাহরুখ বলেন, 'ভয়াবহ দৃশ্য, ভিডিয়ো দেখে বুঝতে পারিনি পন্থ কেমন আছেন। খারাপটাই মাথায় এসেছিল। সেই সময় মনে হচ্ছিল পন্থের যেন কোনও চোট না লাগে। কারণ একজন খেলোয়াড় চোট পেলে দ্বিগুণ ক্ষতি। পন্থের সুস্থতা কামনা করেছিলাম, ও মাঠে ফেরায় আমি খুশি। আশা করব আগামী দিনে পন্থ আরও ভাল খেলবে।'
আরও পড়ুন - 'সালাম রোহিত ভাই', হিটম্যানের জন্মদিনে গান রিলিজ মুম্বই ইন্ডিয়ান্সের