রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র ২১ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নিয়েছেন যশপ্রীত বুমরা। কী ভাবে এহেন নজির গড়লেন বুমরা? সেই রহস্যই ফাঁস করলেন তিনি।
বুমরার কথায়, সব বোলাররাই সঠিক লাইনে বল করার চেষ্টা করেন। কিন্তু বুমরা সেটার পাশাপাশি অন্য দক্ষতা তৈরির উপরেও গুরুত্ব দিতেন। এছাড়াও তিনি বলেন, যে দিন পারফরম্যান্স ভাল হয় না, সেদিনের ভিডিয়ো দেখে নিজের ভুল সংশোধন করার চেষ্টা করেন।
বুমরা এও জানান, সব সময় ইয়র্কার বল করা যায় না। খাটো লেংথের বলও করতে হয়। তাই শুধু বোলিং নয়, বোলিংয়ের পাশাপাশি বোলিংয়ের বৈচিত্রের দিকেও নজর দিতে হয়।