ভোট শেষ হলেই বিকেলে আইপিএল। তার প্রস্তুতি শুরু হয়ে গেল ইডেনে। ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে পরিবর্তনের ইঙ্গিত কেকেআর শিবিরে। মনে করা হচ্ছে ঘরের মাঠে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে কলকাতার তারকা পেসার মিচেল স্ট্রার্ককে। ফিল সল্টের বদলে দলে আসতে পারেন আফগান উইকেটকিপার গুরবাজ।
এবার আইপিএল নিলামে রেকর্ড দাম পেয়েছেন মিচেল স্টার্ক। ৮ বছর পর আইপিএলে ফিরে এখনও পর্যন্ত মাত্র ৮ উইকেট তুলেছেন। আরসিবি ম্যাচে আঙুলে চোট পান অজি বোলার। ম্যাচের আগে দুটি অনুশীলনে হাজির ছিলেন না স্টার্ক। তবে স্টার্ক না খেললে দুষ্মান্তা চামিরাকে প্রথম একাদশে নামাতে পারে কেকেআর।
নাইটদের বিরুদ্ধেও দলে ফিরতে পারবেন না পঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান। দলের ফিজিও জানিয়েছিলেন, কেকেআরের বিরুদ্ধে ম্যাচেই ফিরতে পারেন ধাওয়ান। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, আরও অপেক্ষা করতে হবে দলকে। ইডেনে পঞ্জাবকে নেতৃত্ব দেবেন স্যাম কুরান।