দ্বিতীয়বার বাবা হলেন লখনউ সুপার জায়ান্টসের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। গত ২১ এপ্রিল পুত্রসন্তানের জন্ম হয় তাঁর। সোশ্যাল মিডিয়ায় নবজাতকের ছবি শেয়ার করেছেন ক্রুনাল। এক্স প্ল্যাটফর্মে ক্রুনাল লেখেন, তাঁর নতুন সন্তানের নাম বায়ু ক্রুনাল পান্ডিয়া।
সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি শেয়ার করেছেন ক্রুনাল। ওই ছবিতে দেখা যায় তাঁর স্ত্রী পাঙ্খুরি শর্মা ও বড় ছেলে কবীরকেও। তাঁদের সঙ্গে নিয়েই নবজাতকের ছবি শেয়ার। লখনউর অলরাউন্ডার শুভেচ্ছা জানিয়েছেন দীনেশ কার্তিক, যুজভেন্দ্র চাহাল ও শিখর ধাওয়ানের মতো সতীর্থরা।
২০১৭ সালে বিয়ে করেন ক্রুনাল ও পাঙ্খুরি।। দুবছর আগে জুলাইয়ে জন্ম হয় তাঁদের প্রথম সন্তানের।