বিশাখাপত্তনমে চেন্নাই বনাম দিল্লি ম্যাচ । তখন শেষ ওভার । ক্রিজে ধোনি । চেন্নাইয়ের জিততে তখনও প্রয়োজন ৪৩ রান । যা প্রায় অসম্ভব । কিন্তু, ২২ গজে 'ম্যাচ ফিনিশার' ধোনি-কে দেখে হয়তো চেন্নাই সমর্থকদের মনে কোথাও হলেও জয়ের ক্ষীণ আশাটুকু বেঁচে ছিল । ধোনি এলেন, চেনা ছন্দেই একের পর এক চার, ছয় হাঁকালেন । এমনকী, শেষ বলও পাঠালেন বাউন্ডারির বাইরে । কিন্তু, রবিবার ম্যাচ ফিনিশার হতে পারলেন না । চেন্নাইয়ের বিরুদ্ধেই চলতি আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেল দিল্লি ।
প্রায় ৩০০ দিনের বেশি সময় পর ফের ব্যাট হাতে বাইশ গজে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে। রবিবার গ্যালারি পুরো ভরে গিয়েছিল হলুদ জার্সিতে । যখন ব্যাট হাতে মাঠে নামলেন ধোনি, তখন উচ্ছ্বাসে ফেটে পড়ছে গ্যালারি । ধোনির ব্যাটিং দেখার অপেক্ষাতেই ছিল বিশাখাপত্তনম । দর্শকদের, ক্রিকেটপ্রেমীদের নিরাশ করলেন না । প্রথম বলটাই পাঠালেন বাউন্ডারির বাইরে । ব্যাট ঘুরিয়ে হাঁকালেন একের পর এক ছক্কা । এভাবেই খেলে আগে বহু হারা ম্যাচ বের করে নেওয়ার রেকর্ড রয়েছে মাহির । তাই তো তিনি ম্যাচ ফিনিশার । কিন্তু, রবিবার ভাগ্য সহায় ছিল না । ভাল খেললেও, চেন্নাইকে জেতাতে পারলেন ধোনি ।
দিল্লির ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারায় চেন্নাই। শেষপর্যন্ত ২০ রানে জেতে দিল্লি । অধিনায়ক ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল দিল্লি । তবে চলতি মরশুমে জয়ের হ্যাটট্রিক হল না গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের।