তাঁর শেষ আইপিএল কবে, তা নিয়ে জোর জল্পনা চলছে। এরইমধ্যে সর্বভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া তাদের এক খবরে দাবি করল, চেন্নাইয়ের থেকে সময় চাইলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গত শনিবার বেঙ্গালুরুর কাছে হেরে এই মরশুমে আইপিএল থেকে বিদায় নিয়েছে সিএসকে। তারপর থেকে নতুন করে শুরু হয়েছে ধোনির অবসর জল্পনা নিয়ে।
যদিও ম্যাচ শেষে চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্স দাবি করেছিলেন, ধোনি অবসর নেবেন, এমন খবর তাঁর কাছে নেই। বরং তিনি জানেন, ধোনি থাকবেন। সিমন্সের এই দাবি পরেই ওই সর্বভারতীয় দৈনিকের খবর, এখনই নিজের অবসর নিয়ে চেন্নাই ম্যানেজমেন্টকে কিছুই জানাননি মাহি। তবে, একটি সূত্রে দাবি করা হয়েছে, হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন প্রাক্তন অধিনায়ক।
গত বছর ধোনির নেতৃত্বে আইপিএল জিতেছিল চেন্নাই। এই মরশুমে মাঠে নামার আগেই রুতুরাজের হাতে ব্যাটন তুলে দিয়েছিলেন মাহি। তখন থেকেই শুরু হয়েছিল তাঁর অবসর জল্পনা। যা চরম আকার নিয়েছিল বেঙ্গালুরু ম্যাচের পরেই।