স্টেডিয়াম থেকে বেরোনোর সময় খোঁড়াচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। সিঁড়ি দিয়ে নামার সময় হাত এগিয়ে দিলেন প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না দিকে। ধোনির হাত ধরলেন রায়না। তাঁর হাত ধরেই সিঁড়ি থেকে নামলেন। এরপর উঠে গেলেন চেন্নাইয়ের টিম বাসে।
এই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে না ঠিক কোন ম্যাচের পর এই ঘটনা ঘটেছিল। কিন্তু এই ঘটনা দেখে বেজায় আপ্লুত ভক্তরা। কারণ চেন্নাইয়ের ভক্তদের কাছে মাহি যেমন থালা তেমনই রায়নাও চিন্না থালা। আর এই যুগলবন্দীকে দেখে আপ্লুত ভক্তরা।
আরও পড়ুন - মানসিক-শারীরিকভাবে ক্লান্ত, চলতি আইপিএল থেকে বিরতি নিচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল !
আন্তর্জাতিক ক্রিকেট থেকে একই দিনে অবসর নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর তাঁর প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না। এক সময় দুজনেই চেন্নাইয়ের হয়ে মাঠে নেমেছেন। বর্তমানে সুরেশ রায়না না খেললেও, মহেন্দ্র সিং ধোনি এখনও তাঁর ব্যাটের জাদু দেখিয়ে যাচ্ছেন।