ইডেনের মাঠে কলকাতা বনাম দিল্লি। কিন্তু এই ম্যাচ শুধুই আইপিএলের ম্যাচ এমনটা মনে করতে নারাজ অনেকেই। কারণ ক্রিকেট প্রেমীদের মতে শুধু কলকাতা বনাম দিল্লি নয় এটা 'সৌরভ-গম্ভীর দ্বৈরথ'।
প্লে অফে জায়গা পাকা করতে ম্যাচ জিততে মরিয়া দুই দলই। কিন্তু পঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে হেরে গিয়েছে কলকাতা। ফলে, এই ম্যাচের আগে বেশ চাপে রয়েছে কলকাতা। কারণ আঙুলের চোটের জন্য শেষ ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন মিচেল স্টার্ক। যদিও এই ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না তা এখনও জানা যায়নি।
তবে, ক্রিকেট প্রেমীরা মনে করছেন, দিল্লির বিরুদ্ধে অজি পেসার মিচেল স্টার্ক মাঠে নামলে তবেই কলকাতার ভাগ্য ফিরবে। কারণ আইপিএলের প্রথম লেগে দিল্লির সঙ্গে কেকেআরের সাক্ষাতে ৩ ওভারে ২৫ রান দিয়ে ২টো উইকেট নিয়েছিলেন স্টার্ক।