হার্দিক পান্ডিয়াকে নিয়ে অসন্তোষ বাড়ছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের পর এক বিদেশি ক্রিকেটারের সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। এক ক্রিকেটপ্রেমীর প্রশ্ন শেয়ার করেন দলের ক্রিকেটার মহম্মদ নবি।
গত মরশুমে কেকেআরে ছিলেন তিনি। আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক এবার মুম্বই টিমের হয়ে খেলছেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ জন বোলার ব্যবহার করলেও মহম্মদ নবিকে বল করতে ডাকা হয়নি। এই নিয়েই বিষ্মিত আফগান ক্রিকেটার।
সোশ্যাল মিডিয়ায় নবির উদ্দেশে লেখেন, "অধিনায়কের কিছু সিদ্ধান্ত অবাক করার মতো। যেগুলো বিষ্ময়কর। নবিকে বল করতেই দেওয়া হল না। অথচ ও খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এদিনও দুটি ক্যাচ ও একটি রান আউট করেছে।"