ঘরের মাঠে লড়াই করেও হার পঞ্জাব কিংসের। শেষ ওভারে ৩ উইকেটে জয় রাজস্থান রয়্যালসের। ১৪৮ রান তাড়া করতে নেমে চাপে পড়ে যায় রাজস্থান। ১০ বলে ২৭ রান করে ম্যাচ ফিনিশ করে আসেন ক্যারিবিয়ান তারকা সিমরন হেটমেয়ার। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল রাজস্থান।
পঞ্জাবের ইনিংস
মুলানপুরের নতুন স্টেডিয়ামে পিচের চরিত্র নিয়ে প্রথমে সংশয়ে দুই টিমই। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে পরীক্ষার মুখে পড়ে পঞ্জাবের ব্যাটিং। ৪ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন কেশভ মহারাজ। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে পঞ্জাব কিংস।
রাজস্থানের ইনিংস
জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত ব্যাটিং করেন যশস্বী জয়সওয়াল। ২৮ বলে ৩৯ রান করেন তিনি। আরেক ওপেনার তানুশ কোটিয়ান ২৪ রান করেন। অধিনায়ক সঞ্জু ১৮ রান করে ফেরেন। রাজস্থানের তারকা ক্রিকেটার রিয়ান পরাগ ১৮ বলে ২৩ রান করেন। ধ্রুব জুরেলের উইকেট পড়ে যাওয়ার পরে টিমের হাল ধরেন শিমরন হেটমেয়ার। তাঁর ব্যাটে আসে ৩টি ছয় ও ১টি বাউন্ডারি।