টানা তিন ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের। এই মরশুমের শুরু থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। এর জেরে হার্দিকের দিকে ধেয়ে আসছে একের পর এক কুমন্তব্য। রোহিতের জায়গায় তাঁকে কোনোভাবেই যেন মানতে পারছেন না অনুরাগীরা। এই পরিস্থিতিতে এবার, মুম্বই ক্যাপ্টেনের পাশে দাঁড়ালেন রবি শাস্ত্রী (Ravi Shastri) ।
IPl 2024 : আইপিএলের সর্বোচ্চ রানের তালিকায় প্রথম বিরাট, ফেরত পেলেন নিজের অরেঞ্জ ক্যাপ
রবি মুম্বই ভক্তদের ধৈর্য ধরতে বললেন। শাস্ত্রী জানান, হার্দিক একজন রক্ত মাংসের মানুষ। ২-৩টি ম্যাচে একটা দল খারাপ হয়ে যায় না। মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবারের চ্যাম্পিয়ন। নতুন ক্যাপ্টেন দলের হাল ধরেছে। সঙ্গে হার্দিককে শাস্ত্রীর পরামর্শ, “ চারপাশে যা হচ্ছে তাকে অগ্রাহ্য করে, নিজের খেলায় মন দাও।”