মাত্র ৩ রান বাকি। চিপকে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ব্যাট হাতে মহেন্দ্র সিং ধোনিকে মাঠে দেখার জন্য। স্টেডিয়াম জুড়ে ধোনি ধোনি চিৎকার। কিন্তু মাঠে নামার জন্য তৈরি হলেন জাদেজা! যদিও নেহাতই মজা করেছেন জাদেজা। যে ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়েছে।
ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাঠ জুড়ে ধোনি ধোনি চিৎকার। কিন্তু ধোনি মাঠে নামলেন না। বদলে ব্যাট হাতে ডাগআউট থেকে মাঠের দিকে আসলেন রবীদ্র জাদেজা। দর্শকদের মধ্যে আরও বাড়ল চিৎকার।
আরও পড়ুন - চেন্নাইয়ের বিরুদ্ধে হারের কারণ কী ? ম্যাচ শেষের পর কেকেআর অধিনায়ক যা জানালেন...
দর্শকরা 'নো নো' করে উঠলেন। এরপর মাঠে আর নামলেন না জাদেজা। বরং হাসি মুখে ফিরে ডাগআউটে ফিরে গেলেন। অবশেষে মাঠে নামলেন মাহি। যে ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছে ভক্তদের সঙ্গে নেহাত মজা করেছেন জাড্ডু।