কেকেআরের জার্সিতে, ২২ গজে রিঙ্কু-রাসেলের যুগলবন্দী নাইট ভক্তদের কাছে অক্সিজেনের মতো। তাঁরা একসঙ্গে ব্যাট হাতে দাঁড়ালে প্রতিপক্ষ বোলারের পা কাঁপে বই কী! তবে মাঠের বাইরে তাঁদের বন্ধুত্ব দেখলেও চোখ জুড়োবেই।
দুটো ম্যাচ জেতার পর, একেবারে ফুরফুরে মেজাজে কেকেআরের গোটা টিম। সম্প্রতি একটি ভিডিও নেটপাড়ায় বিজয় ঘুরঘুর করছে। যেখানে দেখা যাচ্ছে, কিং খানের ‘ডাঙ্কি’ ছবির ‘লুট পুট গ্যায়া’ গাইছেন রিঙ্কু।
রিঙ্কু জানালেন এই গানটি, রাসেলের জন্য গাইছেন তিনি। তবে রাসেল তাঁকে চুপ করতে বললেন, কারণ গানটি নাকি তিনি গাইবেন। তারপর নিজের স্টাইলে গান ধরলেন ক্যারিবিয়ান জায়েন্ট। রিঙ্কুও গাইলেন। কেকেআর এই ভিডিও পোস্ট করে, জানতে চেয়েছে কে ভাল গাইলেন? আপনারাও শুনে বলুন তো দেখি!