লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের আইপিএল ম্যাচ চলাকালীন আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। চতুর্থ ওভারে আম্পায়ার যশবন্ত বর্দের সিদ্ধান্তে না খুশ ছিলেন ঋষভ। ফলে অন-ফিল্ড ওয়াইড বলকে চ্যালেঞ্জ করতে দেখা যায় পন্থকে।
এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তৃতীয় আম্পায়ারকে ডাকা হয়। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়। যদিও পন্থের স্পষ্ট অসন্তোষ থাকা সত্ত্বেও, পর্যালোচনা করে দেখা যায় বলটি আসলেই ওয়াইড ছিল। এই ঘটনায় পন্থ এবং স্কোয়ার লেগ আম্পায়ার রোহন পণ্ডিতের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
আরও পড়ুন - বেঙ্গালুরুর পাঁচটি উইকেট নিয়েছেন বুমরা, ফাঁস করলেন সাফল্যের রহস্য
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। শুরুতেই ছন্দে থাকা কুইন্টন ডিককের উইকেট হারায় লখনউ। এরপর ধীরে ধীরে ২০ ওভারে ১৬৭ রান তোলে লখনউ।