বড় রানে হেরেও অস্বস্তি। এবার বড় জরিমানার মুখে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। বুধবার আইপিএলের ম্যাচে কলকাতার কাছে ১০৬ রানে হেরেছে দিল্লি। আর ম্যাচ শেষেই মন্থর ওভারের জন্য জরিমানা করা হয়েছে দিল্লির অধিনায়ককে। এই আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার জরিমানা করা হল তাঁকে। বোর্ডের বিবৃতি অনুযায়ী, পন্থকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বাকি সদস্যদের ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফি-র ২৫ শতাংশের মধ্যে যেটি কম হবে, সেই টাকা জরিমানা দিতে হবে।
কিং শাহরুখ খানের সামনেই আইপিএলে জয়ের হ্যাটট্রিক কলকাতার। দিল্লিকে হারানোর দিনে সবচেড়ে বড় স্বস্তি ২৫ কোটির মিচেল স্টার্কের দুই উইকেট। কলকাতায় ২৭৩ রান তাড়া করতে নেমে বিশাখাপত্তনমে তাসের ঘরের মতো ভেঙে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি। ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে তিন উইকেট বৈভবের। এছাড়াও তিনটি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। দিল্লি হারল ১০৬ রানে। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে এখন কলকাতা।
গ্যালারিতে শাহরুখ। ডাগ আউটে সৌরভ। দিল্লির শাহরুখ কলকাতার মালিক। আর এই শহরের মহারাজ দিল্লির ক্রিকেটের ডিরেক্টর। এই অদ্ভূত বিপরীত পরিসংখ্যানে বিশাখাপত্তনমের এই ম্যাচে দরকার ছিল বিরাট মিরাকেলের। যা কখনও সম্ভব ছিল না। সম্ভব হয়নি।
গোড়া থেকে চাপে ছিল ঋষভ পন্থের দল। মাথার উপর রানের পাহাড় নিয়ে খেলতে নেমে প্রাথমিক ভাবে স্টার্ক এবং বৈভব অরোরার গতির কাছে গুটিয়ে যায় দিল্লির টপ অর্ডার। ১৭.২ ওভারেই ম্যাচ গুটিয়ে দেয় কলকাতা।
৮ এপ্রিল এবার কলকাতার চেন্নাই অভিযান। আগামী সোমবার চিপকে শ্রেয়সের প্রতিপক্ষ রুতুরাজের চিএসকে। ফর্মে আছেন ধোনি। এসবের মাঝেই স্বস্তি স্টার্কের উইকেট নেওয়া। আর পরপর দুটি ম্যাচে ব্যাটার নারিনের ম্যাচের সেরা হওয়ার কাহিনি।