চোট সারিয়ে মাঠে ফিরেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। আইপিএলের পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভক্তরা এবার ঋষভকে বিশ্বকাপের ময়দানেও দেখতে চান। কিন্তু তিনি কি খেলবেন বিশ্বকাপ?
এই প্রশ্নের উত্তর দিলেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, পন্থকে নিয়ে এখনই মন্তব্য করার মতো সময় আসেনি। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাওয়ার পর্যায় এখনও পৌঁছননি পন্থ। তাঁকে আরও কয়েকটা ম্যাচ খেলতে হবে।
আরও পড়ুন - জয়পুরে তিনিই রাজা, আইপিএলে শতরান করে বিরাট বোঝালেন বিশ্বকাপে তিনি প্রাসঙ্গিক
আসলে আইপিএলের ময়দানের পার্ফম্যান্সের উপর নির্ভর করছে জাতীয় দলের জায়গা। ঋষভ ফিট। কিন্তু চোট সারিয়ে মাত্র চারটি ম্যাচ খেলেছেন তিনি। এত কম ম্যাচের উপর ভিত্তি করে এখনই বিবেচনা করতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়।