সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারাল চেন্নাই সুপার কিংস। ১৮.৫ ওভারে ১৩৪ রানেই অলআউট সানরাইজার্স হায়দরাবাদ। ৩ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট তুষার দেশপান্ডের। ২টি করে উইকেট মুস্তাফিজুর রহমান ও মাথিসা পাথিরানার। একটি করে উইকেট পেলেন রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর।
এদিন টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠান সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্স। ৯ রান করে ফেরেন ওপেনার অজিঙ্কা রাহানে। কিন্তু অধিনায়ক রুতুরাজের ব্যাটে আসে বিধ্বংসী ইনিংস। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ৫৪ বলে ৯৮ রান করেন তিনি। ৩২ বলে ৫২ রান করেন ড্যারিল মিচেল। ২০ বলে ৩৯ রান শিবম দুবের। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১২ রান তোলেন রুতুরাজরা।
জবাবে ব্যাট করতে নেমে ট্রেভিস হেড ও অভিষেক শর্মা কেউই বড় রান তুলতে পারেননি। প্রথম বলেই ফেরেন সানরাইজার্সের আনমোলপ্রীত সিং। তিনটি উইকেট তুলে নেন তুষার দেশপান্ডে। ২৬ বলে ৩২ রান করেন আইডেন মারক্রম। ১৫ রান করেন নীতিশ কুমার রেড্ডি। ২১ বলে ২০ রান করেন হেনরিক ক্লাসেন। ১৯ রান করেন আব্দুল সামাদ।