আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী। তাঁর এই সিদ্ধান্তকে একেবারেই সঠিক বলে জানালেন সুনীলের শ্বশুর সুব্রত ভট্টাচার্য। তিনি স্বাগত জানিয়েছেন সুনীলের অবসরের সিদ্ধান্তকে।
সুনীলের অবসর প্রসঙ্গে এক জাতীয় সংবাদমাধ্যমকে ময়দানের একসময়ের দাপুটে ডিফেন্ডার জানিয়েছেন,' সুনীল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যথেষ্ট ভাল খেলেছে এতদিন। ও ইন্টারন্যাশানাল ম্যাচ থেকে অবসর নিয়েচজে, ফুটবল থেকে অবসর নেয়নি।'
আরও পড়ুন - জাতীয় ফুটবল থেকে অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, কলকাতাতেই শেষ ম্যাচ
একই সঙ্গে সুব্রত বলেন, 'সঠিক সময়ে আন্তর্জাতিক ফুটবল ছেড়েছে সুনীল। ওখান থেকে ওর আর কিছু পাওয়ার নেই। দেওয়ারও আর কিছু নেই। বরং এতে নতুনরা আরও সুযোগ পাবে। আর সুনীলের এই সিদ্ধান্তে চাপ কমবে। ক্লাবের হয়ে খেলায় মন দিতে পারবে।'