চলতি আইপিএলে লজ্জার নজির এড়াল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমেছিল বেঙ্গালুরু। পর পর ছয়টি ম্যাচ হারার পর হায়দরাবাদের বিরুদ্ধে এই ম্যাচ জিতে লজ্জার হারের নজির এড়িয়েছে বেঙ্গালুরু।
আর এই ম্যাচেই ব্যাটার হিসেবে নয়া রেকর্ড গড়লেন বিরাট। এদিনের ম্যাচে ৪০০-র বেশি রান করেছেন বিরাট। চলতি আইপিএলে তিনি প্রথম ব্যাটার যিনি এই রেকর্ড গড়েছেন। আর তিনি শুধু চলতি নয়, গত ১০টা মরশুমে ৪০০-র বেশি রান করেছেন। আর এটি ছিল বিরাটের ২৫০-তম আইপিএলের ম্যাচ।
কী এই লজ্জার নজির?
আইপিএলের শুরু থেকে একটানা ম্যাচ হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার হায়দরাবাদের ম্যাচ না জিতলে আইপিএলে সবচেয়ে বেশি বার হারের রেকর্ড গড়ত বেঙ্গালুরু। কিন্তু তা হয়নি। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা হায়দরাবাদকে হারিয়ে এই লজ্জার রেকর্ড এড়াল RCB।
আরও পড়ুন - ভোট-সন্ধ্যায় ইডেনে আইপিএল, পঞ্জাবের বিরুদ্ধে পরিবর্তনের ইঙ্গিত কেকেআরে
যদিও, টানা ম্যাচে হারার রেকর্ড রয়েছে বেঙ্গালুরুর। ২০১৯ সালের আইপিএলে টানা সাতটি ম্যাচে হেরেছিল বেঙ্গালুরু। চলতি আইপিএলে টানা ছয়টি ম্যাচে হেরেছে RCB। বৃহস্পতিবার এই ম্যাচ না জিতলে ফের ২০১৯ এর লজ্জার হারের রেকর্ড ছুঁয়ে ফেলতেন বিরাটরা। যদিও চলতি আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স।