বিরাট বনাম নবীন-উল-হকের পর এবার বিরাট বনাম রাচীন রবীন্দ্র। সূত্র সেই আইপিএল। ব্যাটে রান না পেলেও চেন্নাই ইনিংসের শুরুতে ম্যাচের সুর সপ্তমে বেঁধে দিয়েছিলেন বিরাট। শুক্রবার IPL এর প্রথম ম্যাচের ঘটনা। RCB র ১৭৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে ক্রিজে নেমেছেন CSK এর ঋতুরাজ গায়কোয়াড ও রাচিন রবীন্দ্র। ইয়লো আর্মির বিধ্বংসী ওপেনিংয়ে তখন বেশ ব্যাকফুটে বেঙ্গালুরু। কিন্তু করণ শর্মা ব্রেক থ্রু দিতেই ঘটলা সেই ঘটনা। যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়।
কী রয়েছে ওই ভিডিও-তে?
দেখা গিয়েছে রাচিন আউট হতেই তাঁকে উদ্দেশ্য করে অঙ্গভঙ্গি করছেন বিরাট। ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্য়াল মিডিয়ায়। যার পরেই শুরু হয় বিতর্ক। ওই ম্যাচে ৩৭ রান করে আউট হন রাচীন রবীন্দ্র। যদিও চেন্নাই ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে।
তবে ম্যাচ হারলেও আলোচনার কেন্দ্রতে সেই বিরাট কোহলিই। অতীতে বিরাট বনাম নবীনের প্রতিদ্বন্দ্বিতা অনেক দূর গড়িয়েছিল। গত আইপিএলএর স্মৃতি এখনও টাটকা ক্রিকেটপ্রেমীদের কাছে। যদিও পরে দু'জনের মধ্যে মিটমাট হয়ে যায় বিষয়টা। এবার বিরাট বনাম রাচিন। মিটমাট হবে না আরও আগে এগোবে? সেটার উত্তর দেবে সময়।