কাতার বিশ্বকাপের জন্য জাতীয় দলের টিম কিটের উন্মোচন করল ইরান। কাতার বিশ্বকাপে যোগ দেওয়ার আগে দলের জন্য এই বিশেষ কিটটি তৈরি করল ইরানেরই একটি ব্র্যান্ড। এর আগে, ১৯৯৮, ২০০৬, ২০১৪ এবং ২০১৮ সালের বিশ্বকাপে আন্তর্জাতিক ব্র্যান্ডই ব্যবহার করেছিল। যদিও, স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আমেরিকার নিষেধাজ্ঞা থাকার দরুণ বিশ্বের বহু আন্তর্জাতিক ব্র্যান্ডই ইরানের হয়ে কাজ করতে কার্যত অস্বীকার করে।
উল্লেখ্য, ইরানের এই নতুন কিটটি এশিয়াটিক চিতার দ্বারা অনুপ্রাণিত। এই বিশেষ ধরনের চিতাটি ক্রমশ অবলুপ্ত হয়ে যাচ্ছে এবং সেটিকে বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই চালাচ্ছে ইরান। মাত্র কয়েকটি জীবিত রয়েছে আর এই প্রজাতিটির মধ্যে।
উল্লেখ্য, ২০ নভেম্বরে শুরু হতে চলা বিশ্বকাপে ইরানের গ্রুপে রয়েছে আমেরিকা, ইংল্যান্ড ও ওয়েলস।