আইপিএলে এবার ব্যাটে রান আসতেই মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার ইশান কিসান। এই মরশুমে আইপিএল শুরুর আগে তাঁকে নিয়ে অনেক জলঘোলা হয়েছিল ভারতীয় ক্রিকেটে। কারণ, দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইশান। দাবি করেছিলেন, মানসিকভাবে তিনি বিধ্বস্ত ছিলেন। কিন্তু বোর্ডের দাবি ছিল ইশানকে জাতীয় দলে ফিরতে হলে তাঁকে রণজি ট্রফি খেলেই ফিরতে হবে। পরবর্তী সময়ে কেন্দ্রীয়চুক্তি থেকে বাদ দেওয়া হয় ভারতীয় এই ক্রিকেটারকে।
কী বলেছেন ঈশান?
ঈশানের কথায়, তিনি মাঠে অনুশীলন করছিলেন। কিন্তু যখন তিনি খেলা থেকে সাময়িক বিরতি নিলেন, লোকেরা অনেক কথা বলছিলেন। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু শেয়ার করা হয়েছিল। কিন্তু সকলের এটাও বোঝা উচিত যে অনেক কিছুই খেলোয়াড়দের নিজেদের হাতে থাকে না। ঈশান এও জানিয়েছেন, এই বিরতির সময়ে ঈশান নিজের মানসিকতা এবং চিন্তা ভাবনায় বড় পরিবর্তন এনেছেন। বিশেষত তাঁর কর্মজীবনের যে খারাপ সময় যাচ্ছে তা নিয়েও পর্যালোচনা করেছেন ঈশান।
আরও পড়ুন - শুক্রবার মুখোমুখি লখনউ ও দিল্লি, পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে এলএসজি
দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন ঈশান কিষাণ। এমনকি প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) সেক্রেটারি জয় শাহ তাঁকে রঞ্জি ট্রফি খেলার জন্য অনুরোধ করা সত্ত্বেও তিনি হার্দিক পান্ডিয়ার সঙ্গে আইপিএলের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন।