শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ম্যাচ চলাকালীন লাহিরু কুমারের (Lahiru Kumara) বলে মাথায় আঘাত পেয়ে মাটিতে বসে পড়েছিলেন ঈশান কিশান (Ishan Kishan injury)। তারপরই তাঁকে হিমাচলপ্রদেশের কাংড়ার হাসপাতালে ভর্তি করা হয় (Ishan Kishan hospitalised)। ১৪ বলে ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
আরও পড়ুন: বাড়ির বাইরে বেরতেই অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি, লাঠি চালাল পুলিশ
অন্যদিকে, ফিল্ডিং করার সময় বুড়ো আঙুলে চোট পাওয়ায় শ্রীলঙ্কার ব্যাটসম্যান দীনেশ চন্ডিমলকেও (Dinesh Chandimal hospitalised) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ইতিমধ্যেই ঈশানের মাথার চোটের সিটি স্ক্যান (Ishan Kishan injury) হয়ে গিয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
এক চিকিৎসক জানান, "আমি ভারতীয় ক্রিকেট দলের (Team India) সঙ্গে যুক্ত। ভারতীয় দলের একজন ক্রিকেটার মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন (Ishan Kishan hospitalised) বলে খবর পেয়েছি। তাঁর সিটি স্ক্যান করা হয়ে গিয়েছে এবং আপাতত তিনি পর্যবেক্ষণে রয়েছেন"।
তিনি আরও বলেন, "শ্রীলঙ্কার এক ক্রিকেটারও বুড়ো আঙুলে চোট (Dinesh Chandimal injury) পেয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। তাঁকেও পর্যবেক্ষণে রেখেছি আমরা"।
প্রসঙ্গত, ঈশান (Ishan Kishan) এ দিন বড় রান না পেলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা দু’ম্যাচে হাফসেঞ্চুরি করলেন শ্রেয়স আয়ার (Shreyas Iyer)। ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রইল তাঁর। ম্যাচের সেরাও বেছে নেওয়া হল তাঁকেই। শনিবার ধর্মশালায় ৪৪ বলে ৭৪ রানে অপরাজিত থাকলেন ম্যাচের নায়ক।