জিততে গেলে লাগত ৩ গোলের ব্যবধান। হল ১ গোল। আর তার ফলেই ২০২২ সালের আইএসএলের আশা শেষ হয়ে গেল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। বুধবার আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় লেগে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণের ছকে ঘুঁটি সাজিয়েছিলেন সবুজ-মেরুন কোচ (ATK Mohun Bagan) জুয়ান ফেরান্দো।
প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই চললেও হায়দরাবাদের (Hyderabad FC) জালে বল ঢোকাতে পারেনি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।
আরও পড়ুন: বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট
শুরু থেকেই বোঝা যাচ্ছিল, প্রথম লেগে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ১-৩ গোলে হারার পর এটিকে মোহনবাগান দ্বিতীয় লেগে আগের ম্যাচের ভুলগুলো দ্বিতীয়বার করতে চাইছে না। হুগো বুমোস, রয় কৃষ্ণা, সন্দেশ জিঙ্ঘানদের খোলা মনে খেলা দেখেও তেমনই মনে হচ্ছিল।
ম্যাচের একমাত্র গোলটি ৭৯ মিনিটে করেন রয় কৃষ্ণা (Roy Krishna)। তবুও তাতে শেষরক্ষা হল না।