দলে ফিরছেন রবীন্দ্র জাদেজা। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে এক ইনিংস ও ৩২ রানে হারের পর দলের কাছে রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র অলরাউন্ডারের অন্তর্ভুক্তি অতি গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন বিশেষজ্ঞরাও। ভারত-দক্ষিণ আফ্রিকার পরবর্তী টেস্টটি হবে কেপটাউনে। ৩ জানুয়ারি।
উল্লেখ্য, পিঠে ব্যথার কারণে সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম দলে ছিলেন না এই অভিজ্ঞ অলরাউন্ডার। প্রথম টেস্টের প্রথম দিনেই এই ব্যাথা শুরু হয়েছিল তাঁর পিঠে। তাঁর অভাব প্রতি মুহূর্তে অনুভব করেছে টিম ইন্ডিয়া। তবে, ইতিমধ্যেই জাদেজাকে দলের সঙ্গে ওয়ার্ম-আপ সেশনে দেখা গিয়েছে। খুব স্বচ্ছন্দে বোলিং করতেও দেখা গিয়েছে তাঁকে।