বুধবার ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে চমক দিয়েছে জাপান। মাঠে দুর্দান্ত জয়ের পর এবার নিজেদের ব্যবহার, পরিচ্ছন্নতায় সকলের মন জিতে নিয়েছে হাজিমে মোরিয়াসুর দল। এহেন ঐতিহাসিক জয়ের পর স্বাভাবিক ভাবেই ড্রেসিংরুমে বাঁধভাঙা উল্লাশে মেতেছিল সকলে। কিন্তু ড্রেসিংরুম ছাড়ার আগে তারা নিজেদের দায়িত্বটা ভুলে যাননি, উল্টে ঝাঁচকচকে করে রেখে গিয়েছে তাঁদের চারিপাশ। চেনা চিত্র এমনই প্লেয়াররা ড্রেসিংরুম ছাড়ার পর তা এলোমেলো হয়ে থাকে, কিন্তু জাপানের এই শৃঙ্খলা তাদের প্রতি শ্রদ্ধা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
বেঁচে যাওয়া খাবার, জার্সি, হ্যাঙার সমস্তটাই সাজানো পরিপাটি করে। জাপানের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে অরিগ্যামি শিল্প। জাপানিদের বিশ্বাস অনুযায়ী অরিগ্যামিতে বানানো সারস পাখি শ্রদ্ধা, আনুগত্য, ভাগ্যের প্রতীক। সেই একরাশ কাগজের পাখি বানিয়ে তারা রেখে গিয়েছে টেবিলে, চিরকুটে আরবি ও জাপানিজ ভাষায় লেখা ‘সুকরান’ যার বাংলা অর্থ ‘ধন্যবাদ’। এই ছবি ভাইরাল হতেই তা মন জিতে নিয়েছে নেটিজেনদের।