৫ বছর নেতৃত্ব দেওয়ার পর ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে গেলেন জো রুট (Joe Root)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের কারণেই জো রুটের এই সিদ্ধান্ত (Joe Root resigned as England Test captain) বলে মনে করছে ওয়াকিবহালমহল।
রুট (Joe Root) বলেন, "ক্যারিবিয়ান সফর থেকে ফেরার পর, আমি ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই। এতদিন দেশের অধিনায়কত্ব করার জন্য আমি অত্যন্ত গর্বিত এবং সেই গর্ব নিয়েই আমি এই ফেলে আসা পাঁচটি বছরের দিকে ফিরে তাকাব"।
আরও পড়ুন: পয়লা বৈশাখে পথচলা শুরু অভিষেকের ডায়মন্ড হারবার এফসির, প্রকাশ্যে এল লোগো ও জার্সি
প্রসঙ্গত, ২০১৭ সালে অ্যালিস্টার কুকের জায়গায় ইংল্যান্ডের অধিনায়ক হন জো রুট। এই ৫ বছরের মেয়াদের ইংল্যান্ডকে ৬৪'টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। জিতেছেন ২৭'টি টেস্ট। তিনিই ইংল্যান্ডের সফলতম টেস্ট অধিনায়ক (Joe Root resigned)।
যদিও, শেষ ১৭'টি টেস্টের মধ্যে মাত্র একটিতে জেতায় তাঁর অধিনায়কত্ব বেশ কয়েক মাস ধরেই প্রশ্নের মুখে পড়ছিল। তুলনায় ‘সহজ’ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও বড়সড় ধাক্কা লেগেছে। এর আগে অ্যাশেজেও (Ashes Series) ০-৪ ব্যবধানে ধরাশায়ী হয় রুটের ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ব্যর্থতার পর রুটের অধিনায়কত্ব নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছিল। তবে দায়িত্ব ছাড়তে রাজি ছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত চাপের মুখে নতজানু হয়ে শনিবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন রুট।