গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন তাঁরাই। অথচ এই বিশ্বকাপে চূড়ান্ত খারাপ ফর্মে ইংল্যান্ড। কাপ যুদ্ধ শুরুই হয়েছিল একটি হার দিয়ে, পরের ম্যাচটি জিতলেও, তারপরে পরাজয়ের ধারা অব্যাহত থাকে জোস বাটলার বাহিনীর। তাঁদের এ হেন খারাপ পারফরম্যান্সের জন্য পরোক্ষ ভাবে মুম্বইয়ের বায়ু দূষণকেই দায়ী করেছেন ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটার জো রুট।
সম্প্রতি এক ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জো রুট জানিয়েছেন, ভারতের আর্দ্র আবহাওয়ায় মানিয়ে নিতে তাঁদের বেশ সমস্যা হচ্ছে, তার ওপর আছে মুম্বইয়ের বায়ু দূষণ। খেলতে গিয়ে মাঝে মধ্যে শ্বাস নিতে পারছেন না বলে মনে হচ্ছে বলেও মন্তব্য করেছেন রুট।
পাশাপাশি ৫০ ওভারের ক্রিকেটের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন জো।