ম্যাচ শুরুর মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই রেড কার্ড! ঘটনাটি ঘটল, এএফসি-র অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপের গ্রুপ সি-র দুই দল জর্ডন ও তাজিকিস্তানের ম্যাচে। উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত হয়েছিল ম্যাচটি। ম্যাচের শুরুতেই লাল কার্ড দেখে ফেললেন জর্ডনের কামাল কালবৌনেহ।
ম্যাচের শুরুতেই ভয়ানক মারপিটে জড়িয়ে পড়েন কামাল। মেহরুবোন কামোলোভকে মাথা দিয়ে জোরে আঘাত করেন তিনি। রেড কার্ড দেখানো ছাড়া আর কোনও উপায়ই ছিল না কাতারের রেফারি ইয়াহিয়া আলমুল্লার কাছে।
যদিও, ম্যাচের ফলাফলে এর কোনও প্রভাব পড়েনি। ১০ জনে মিলে ৯০ মিনিটের ম্যাচ খেলেও তাজিকিস্তানকে ২-০ গোলে হারিয়ে দিল জর্ডন। দলের প্রথম ম্যাচে এই গোলদুটি করলেন আলি আহমেদ আজাইজেহ এবং সইফ আদ্দিন দারউইশ।