জস নাকি জশ? এই দ্বন্দ্ব যেন কাটারই নয়। আর, সেই কারণেই এবার নিজের নাম বদলে দিলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার। দীর্ঘ কয়েক বছর ধরে তাঁর নাম ভুলভাবে উচ্চারিত হওয়া নিয়ে তাঁর যে অসন্তোষ, তা এবার মিটতে চলেছে! যাতে আর কোনও সমস্যাই না হয়, সেই কারণেই বাটলারের এই পদক্ষেপ বলে জানালেন তিনি। খবরটি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।
বাটলার বলেন, তাঁর নাম 'জস বাটলার'। কিন্তু, গত ৩০ বছর ধরে তাঁর নাম উচ্চারিত হয়েছে ভুলভাবে। তাঁকে বারবার ডাকা হয়েছে 'জশ' বলে। এবার সরকারিভাবে নিজের নাম বদলে সে কথা গোটা দুনিয়ার সামনে প্রকাশ্যে আনলেন তিনি।