.এশিয়াডে সকাল থেকেই সুখবর দিচ্ছে ভারত। এশিয়ান গেমসের ১৪ নম্বর দিনে এবার ভারতের ঝুলিতে দ্বিতীয় পদক। কোরিয়াকে হারিয়ে ব্যক্তিগত তীরন্দাজির ইভেন্টে সোনা এনে দিলেন জ্যোতি সুরেখা ভেনাম। কোরিয়াকে 149-145 স্কোরে হারিয়েছেন জ্যোতি।
Asian Games 2023: ব্যক্তিগত ইভেন্টে, তীরন্দাজিতে ভারতের ঝুলিতে ব্রোঞ্জ এনে দিলেন অদিতি স্বামী
এদিন সকালে এই একই ইভেন্টে ব্রোঞ্জ জয় করেছেন অদিতি। এই নিয়ে ভারতের ঝুলিতে পদক সংখ্যা ৯৭টি।