বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ড (New Zealand) শিবিরে দুঃসংবাদ। হাঁটুর অস্ত্রোপচারের পর সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের (Kane Williamson)। সেই কারণেই, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাঁকে দলে পাবে না কিউয়িরা। শুক্রবারের হায়দরাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাঁর খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত উইলিয়ামসনকে বাইরে রেখেই ম্যাচ খেলতে শুরু করল নিউজিল্যান্ড।
আরও পড়ুন: শনিবারই শুরু ভারতের বিশ্বকাপ অভিযান, ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে রোহিত ব্রিগেড
আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড মুখোমুখি হবে ইংল্যান্ডের (New Zealand vs England)। সেই ম্যাচে কেন উইলিয়ামসন না থাকায় তাঁর বদলে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। বিশ্বকাপের আগে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচেও দলকে নেতৃত্ব দেবেন ল্যাথামই।
আগামী ৯ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে পুরোপুরি সুস্থ কেন উইলিয়ামসনকে নিউজিল্যান্ড পাবে বলেই আশা করছে টিম ম্যানেজমেন্ট।