১৯৮৩ সাল । তাঁর নেতৃত্বেই ভারত জিতেছিল প্রথম ক্রিকেট বিশ্বকাপ । তাঁকে ক্রিকেট পিচেই দেখতে অভ্যস্ত সবাই । ২২ গজে একের পর এক চার, ছক্কা হাঁকিয়েছেন । তবে, ডান্স ফ্লোরও তিনি জমিয়ে দিতে পারেন , হয়তো জানা নেই অনেকরই । ৬ জানুয়ারি ছিল কপিল দেবের জন্মদিন । সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর পুরনো একটি ভিডিও । যেখানে জমিয়ে নাচতে দেখা গেল কপিল দেবকে ।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে বাজছে, গুলাবি আঁখে...আর ডান্স ফ্লোরে রয়েছেন কপিল দেব । সঙ্গে স্ত্রী রোমি । হাতে হাত রেখে গানের তালে জমিয়ে নাচলেন দু'জন । তাঁদের নাচের স্টেপে মুগ্ধ নেটিজেনরা । ভিডিও পুরনো হলেও, তা আবার ভাইরাল হচ্ছে নতুন করে ।
১৯৭৮ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া কপিলকে সোমবার রাতে তাঁর বন্ধুরা একটি সারপ্রাইজ পার্টি দিয়েছিলেন । তবে, জানা গিয়েছে এবারে জন্মদিনের দিনটা বাড়িতেই কাটিয়েছেন তিনি ।