ঘরোয়া ক্রিকেটকে বাঁচানোর লক্ষ্যে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে বিসিসিআই। জাতীয় দলের হয়ে ম্যাচ না থাকলে দলের ক্রিকেটারদের রঞ্জি ট্রফি খেলতে হবে, বিসিসিআই-এর এই বার্তা সত্ত্বেও ঈশান কিষান ও শ্রেয়স আইয়ার রঞ্জি ট্রফিতে নিজেদের রাজ্যের দলের হয়ে প্রতিনিধিত্ব করেননি। যার ফলস্বরূপ এই দুই ক্রিকেটারকেই বাদ দেওয়া হয়েছে বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকে। বোর্ডের এই পদক্ষেপকে এবার সমর্থন জানালেন স্বয়ং কপিল দেব।
১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, "বোর্ডের এই চুক্তি থেকে বাদ পড়ে ঈশান ও শ্রেয়সের মন খারাপ হয়েছে। তা স্বাভাবিক। কিন্তু একটা কথা বুঝতে হবে। দেশ সবার আগে। দেশের থেকে কেউ বড় নয়। কিছু প্লেয়ার কষ্ট পাবে, কিছু মানুষের সমস্যা হবে, হোক সমস্যা। এই পদক্ষেপ নেওয়ার জন্য বিসিসিআইকে অনেক অভিনন্দন জানাই।”
উল্লেখ্য, সেটা হচ্ছে রঞ্জি ট্রফি বা ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে রান না করতে পারলে জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্রমে কমবে ঈশান কিষান ও শ্রেয়স আইয়ারের পক্ষে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য শুধু আইপিএল-এর উপর ভরসা করাই আর একমাত্র অবলম্বন নয় ক্রিকেটারদের পক্ষে, মনে করেন তাঁরা।