হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রি-ওয়েডিং ফটো শুট। চাকরি হারালেন চিকিৎসক। ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিত্রদুর্গা জেলায়। একটি ভিডিয়োতে দেখা যায়, হবু স্ত্রীকে নিয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারে 'সার্জারি' করছেন ওই চিকিৎসক। দুজনের গায়েই চিকিৎসকের মতো পোশাক। পিছনে লাইটের ব্র্যাকগ্রাউন্ড।
ভিডিয়ো রেকর্ড করার সময় অন্যদের কথাবার্তা থেকেই স্পষ্ট হয়ে যায়, অপারেশন থিয়েটারে প্রি-ওয়েডিং শুটিং চলছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই জেলা প্রশাসন ওই চিকিৎসককে বরখাস্ত করে। জানা গিয়েছে, ন্যাশনাল হেলথ মিশনের অধীনে চুক্তিভিত্তিক ওই চিকিৎসককে এক মাস আগে নিয়োগ করা হয়েছে। যে অপারেশন থিয়েটারে এই কাজ করা হয়েছে, তা দীর্ঘদিন ধরে অব্যবহৃত হয়ে পড়ে ছিল।
আরও পড়ুন: ভোররাতে ভয়াবহ পথদুর্ঘটনা! দুটি লরি ও একটি বাসের সংঘর্ষে মৃত ৬, আহত ২০
কর্নাটকের স্বাস্থ্য মন্ত্রী দীনেশ গুন্ডু রাও জানিয়েছেন, চিকিৎসকদের এই ধরনের আচরণ একেবারেই বরদাস্ত করা হবে না। সরকারি হাসপাতাল মানুষের পরিষেবার জন্য। ব্যক্তিগত কাজের জন্য নয়। এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেন কর্নাটকের স্বাস্থ্য মন্ত্রী।