প্যালেস্তাইনের সমর্থনে কথা বলেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খোয়াজা। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। এবার একটি ভিডিয়োর মাধ্যমে খোয়াজা স্বয়ং প্রশ্ন ছুঁড়ে দিলেন তাঁদের দিকে, যাঁরা গাজা ও প্যালেস্তাইনকে সমর্থন করার জন্য তাঁর দিকে আঙুল তুলছিলেন।
'স্বাধীনতা কি সবার জন্য নয়? সকলের জীবনে বেঁচে থাকার অধিকার কি সমান নয়? ব্যক্তিগতভাবে, আমি মনে করি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই নিজের মতো নিজের ইচ্ছাতে বেঁচে থাকার সম্পূর্ণ অধিকার রয়েছে। আমার এই কথাতে যদি কিছু মানুষ রুষ্ট হন, তাহলে তো সেটা আরও বড় সমস্যার ব্যাপার', বলেন খোয়াজা।
অজি ক্রিকেটার আরও জানান, সমস্ত মানুষের জীবনই তাঁর কাছে সমান। সেই মানুষ হিন্দু, মুসলমান, ইহুদি- যে ধর্মেরই হোন না কেন।
তাঁর কথায়, 'আমি তাঁদের হয়েই কথা বলতে চেয়েছি, যাঁদের কণ্ঠরোধ করা হয়েছে। এটা হৃদয় থেকে নেওয়া সিদ্ধান্ত'।