বৃহস্পতিবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। হারের হ্যাট্রিক এড়াতে এই ম্যাচ জিততেই হবে টিম দিল্লিকে। এদিকে পর পর ম্যাচ জেতার কারণে বেশ খানিকটা চাপ মুক্ত রয়েছে কলকাতা। ম্যাচের আগে যতটা সম্ভব দলের পরিবেশ হালকা রাখার চেষ্টা করছে গোটা দল।
কেকেআরের তরফে বুধবার একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে কেকেআর অধিনায়ক নীতীশ রানা এবং শার্দূল ঠাকুরকে মেট্রোয় দাঁড়িয়ে রয়েছেন। ক্যাপশনে লেখা, 'দিল্লি গেলে যেটা করতে হয়।'
এছাড়াও দেখা গিয়েছে রাজধানীতে পৌঁছে নিজের বাড়িতে পোষ্যের সঙ্গে সময় কাটিয়েছেন রানা। সেই ভিডিয়োও পোস্ট করা হয়েছে। যা স্পষ্টই বুঝিয়ে দিচ্ছে ক্রিকেটাররা হালকা মেজাজে থাকলে চাপমুক্ত ভাবে খেলতে পারেন। যা দলকে সাফল্য এনে দেয়।