ভারতীয় দলে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন গৌতম গম্ভীর। এর আগে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে ছিলেন তিনি। কিন্তু ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর KKR-কে বিদায় জানাতে হবে তাঁকে। তাহলে কে হবেন শাহরুখের দলের পরবর্তী মেন্টর?
ইংরেজি সংবাদমাধ্যম দ্যা টেলিগ্রাফে প্রকাশিত খবর অনুযায়ী, গম্ভীরের পরবর্তী মেন্টরের খোঁজ শুরু করে দিয়েছে টিম KKR। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জ্যাক ক্যালিসকে ওই তালিকায় নাম রয়েছে।
ওই সংবাদমাধ্যমে যে রিপোর্ট প্রকাশ হয়েছে সেখানে জানানো হয়েছে, তৃতীয়বার KKR-এর IPL-কাপজয়ের পিছনে গম্ভীরের অবদান রয়েছে। কিন্তু বর্তমানে তাঁর বিকল্প মেন্টর খোঁজার কাজ শুরু হয়েছে। তালিকায় অনেক নাম থাকলেও সাউথ আফ্রিকান অল রাউন্ডার জ্যাক ক্যালিস ওই তালিকায় রয়েছে। ২০১৯ সালেও KKR-এর কোচ ছিলেন তিনি।
T20 বিশ্বকাপ শেষ হতেই নিজের এক্স হ্যান্ডেলে বোর্ড সচিব জয় শাহ জানিয়েছিলেন, ভারতের নতুন কোচ হিসাবে গৌতম গম্ভীরের উপরেই আস্থা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। বর্তমান প্রেক্ষাপটে ভারতীয় দলে গম্ভীরকে উপযুক্ত বলে মনে করছেন বোর্ড সচিব।