IPL 2022: আইপিএলে হারের হ্যাটট্রিক রুখতে মরিয়া নাইটরা, সোমবার প্রতিপক্ষ রাজস্থান

Updated : Apr 17, 2022 18:06
|
Editorji News Desk

পরপর দুটো ম্যাচ হেরে গিয়ে চলতি আইপিএলে বেশ দুশ্চিন্তায় রয়েছে গতবারের রানার্স আপ কেকেআর। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে জয় পাওয়ার জন্য মরিয়া তারা। দিল্লি ক্যাপিটালসের কাছে ৪৪ রানে এবং সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৭ উইকেটে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্স। তার আগে আরসিবি'র কাছেও হেরে গিয়েছিল শাহরুখ খানের দল। তিনটি ম্যাচ জিতে এবং তিনটি ম্যাচে হেরে কেকেআর এখন লিগ টেবিলে মাঝামাঝি জায়গায় রয়েছে। অন্যদিকে, এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে রাজস্থান জিতেছে তিনটিতে। হেরেছে দুটি ম্যাচ।

যদিও, টুর্নামেন্টে শুরুটা দারুণ আকর্ষণীয় হয়েছিল কেকেআরের। প্রথম চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই জয়লাভ করেছিল তারা। তবে, পরপর দুটি ম্যাচে হেরে গিয়ে প্রথম চার থেকে নিচে চলে যায় তারা। ফের নিজেদের জায়গায় ফিরে পেতে বদ্ধপরিকর তারা।

যদিও, সেটা করতে গেলে বোলিং ও ব্যাটিং দুই বিভাগেই জোর দিতে হবে তাদের। এখনও পর্যন্ত আন্দ্রে রাসেল ছাড়া আর কেউই নিয়মিত রানের মধ্যে নেই। স্পিনারদের মধ্যে বরুণ চক্রবর্তী ও প্যাট কামিনসও নেই ফর্মে।

এই মুহূর্তে কেকেআরের হয়ে সর্বোচ্চ রান করেছে রাসেল। ৬ ম্যাচে ১৭৯ রান করেছেন তিনি। এছাড়া, বল হাতে নিয়েছেন ৫ উইকেট।

অন্যদিকে, অধিনায়ক শ্রেয়স আইয়ারও ভাল ফর্মে নেই। ৬ ম্যাচে মাত্র একটা হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে।

নিয়মিত রানের মধ্যে নেই নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার এবং স্যাম বিলিংসও। ৬ ম্যাচে ১০ উইকেট নেওয়া উমেশ যাদব বাদে আর অন্য বোলাররাও ভাল ফর্মে নেই।

গতবার কেকেআরের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বরুণ চক্রবর্তী এবারের আইপিএলে এখনও পর্যন্ত মনে রাখার মতো পারফরম্যান্স দিতে পারেননি। একই হাল আইপিএলে কেকেআরকে বহু বৈতরণী পার করে দেওয়া সুনীল নারিনেরও। 

সোমবারের ম্যাচে স্পষ্ট ফেভারিট হিসেবে শুরু করবে রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলের সবচেয়ে বেশি উইকেটশিকারী ও বেশি রান করা যুজবেন্দ্র চাহাল ও জস বাটলার রয়েছেন তাদের দলেই।

IPL 2022KKRRR

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া