শ্রেয়স আইয়ার(Shreyas Iyer), শিভম মাভি(Shivam Mavi), প্যাট কামিন্স(Pat Cummins); পরপর তিন বলে তিন শিকারেই নাইটদের বধ করল রাজস্থান(Rajasthan Royals)। সৌজন্যে যজুবেন্দ্র চাহালের(Yuzvendra Chahal) হ্যাট্রিক। মরসুমের প্রথম হ্যাট্রিকেই তাক লাগালেন রাজস্থানের এই স্পিন মহারথী। সেই সঙ্গে পরপর তিন ম্যাচে হেরে লিগ টেবিলে অনেকটা নিচে নেমে গেল নাইট(KKR) শিবির।
সোমবার শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাটে ঝড় তোলে রাজস্থান(Rajasthan Royals)। মরসুমের দ্বিতীয় শতরান করেন যশ বাটলার(Jos Buttler)। তাঁর ব্যাটিং তাণ্ডবের সুবাদে রাজস্থান ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তোলে ২১৭ রান।
বিরাট লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই সুনীল নারিন(Sunil Narine) উইকেট দিয়ে আসেন রাজস্থানকে। এরপরেই অ্যারন ফিঞ্চ(Aaron Finch) এবং শ্রেয়স আইয়ার(Shreyas Iyer) মারতে শুরু করেন। দ্রুত কমতে থাকে রান রেট। কিন্তু ব্যাক্তিগত ৫৮ রানের মাথায় প্রসিদ্ধকে(Prasidh Krishna) উইকেট দিয়ে আসেন ফিঞ্চ। এরপর নীতিশ রানাকে(Nitish Rana) নিয়ে প্রতিরোধ গড়ে তুললেও ব্যর্থ হতে হয় নাইট অধিনায়ককে। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতা। একমাত্র ভরসা শ্রেয়স আইয়ারকে চাহাল তুলে নিতেই শেষ হয়ে যায় কলকাতার আশা-ভরসা।
কিন্তু তবুও শেষ পর্যন্ত লড়াই করেছে কলকাতা(Kolkata Knight Riders)। শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনার পর কলকাতা হার মানে মাত্র ৭ রানে।